বাঙ্গালী মুসলমান
ঢাকাকে বলা হত মসজিদের শহর। বাঙ্গালী মুসলমান এই নিয়ে অনেক গর্ব করত। এখনো করে। এখন পুরো বাংলাদেশটাই মসজিদের। শুধু মসজিদই নয়, মাদ্রাসাও ছড়িয়ে পড়িয়েছে প্রতি গলিতে। তারপরেও নতুন নতুন মসজিদ মাদ্রাসা তৈরিতে চলছে একধরনের প্রতিযোগিতা। অবৈধ টাকার একটা অংশ ব্যয় হয় এতে। সাথে থাকে কিছু মধ্যপ্রাচ্যের টাকা। বাঙ্গালী মুসলমান পরকালের কথা চিন্তা করে টাকা ঢালতে থাকে আল্লাহর দান বাক্সে। যে রিকশাওলাটি সারাদিনের অমানবিক পরিশ্রমের বিনিময়ে […]