একটা আতঙ্কিত সংবাদ ফেসবুকের কল্যাণে ছড়িয়ে পরেছে। বাংলাদেশে IS (ইসলামিক স্ট্যাট) এর অনুসারী কিছু লোক বায়াত নিয়েছেন। ইসলামিক স্ট্যাট যেভাবে গণহত্যা চালাচ্ছে ইরাক, সিরিয়া ও কুর্দি অঞ্চলে তা আমাদের ৭১ এর কথাই মনে করিয়ে দেয়। ধর্মের নামে শিশু-নারী হত্যা ও নির্যাতন। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে ফেটে পড়েছে কিন্তু “ইসলামিক স্ট্যাট” এর চালানো এসব হত্যাকান্ডের কোন প্রতিবাদ নেই। অপরদিকে কিছু ধর্মান্ধ ফ্যানাটিক “ইসলামিক স্ট্যাট” এর প্রতি আনুগত্য দেখিয়ে শপথ নিয়েছে, যা বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দেয়। বাংলাদেশের সরকার উচিৎ এখনই “ইসলামিক স্ট্যাট” এর কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ করা এবং এইসব ফ্যনাটিকদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। আমরা চাইনা ধর্মের নামে বাংলাদেশে কোন প্রকার নাশকতা ছড়িয়ে পড়ুক। আমরা চাই না বাংলাদেশ পাকিস্তানের ভাগ্য বরণ করুক। ধর্মান্ধতা এক প্রকার মানসিক ব্যধি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখনই “ইসলামিক স্ট্যাট” এর কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তাদের দ্বারা সংগঠিত সমস্ত হত্যার প্রতিবাদে ফেটে পরতে হবে।
শপথের ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=ilFrET013gw
ইসলামিক স্ট্যাট এর বিভিন্ন অপকর্মের খবর
১। http://www.independent.co.uk/news/world/middle-east/iraq-crisis-islamic-militants-buried-alive-yazidi-women-and-children-in-attack-that-killed-500-9659695.html